২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নল মাছ বৃত্তান্ত

-

আমাদের গ্রহে বহু ধরনের আশ্চর্য মাছ রয়েছে। নল মাছ এগুলোরই একটি। লিখেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ

মাছের নাম নল মাছ। অপর নাম পাইপ মাছ । এটি এক ধরনের সামুদ্রিক মাছ। দেহের গঠন লম্বা নল বা পাইপের মতো। বিশেষ করে এদের মুখ দেখলে নলই মনে হবে। নলের সাথে এত মিলের কারণেই এদের নাম নল মাছ। সামুদ্রিক ঘোড়া বা সিহর্সের সাথে এদের অনেক মিল রয়েছে। সামুদ্রিক ঘোড়ার মতো এদের দেহেও রয়েছে বিচিত্র নকশা ও অপূর্ব সব রঙের উপস্থিতি।
নল মাছের দেহ সাপের মতো লম্বা। পৃষ্ঠ-পাখনা এদের প্রধান চলন অঙ্গ। উদরীয়-পাখনা নেই। শুধু পৃষ্ঠ-পাখনায় ভর করে সাঁতার কাটে বলে সাঁতারের গতি খুব ধীর। তবে কিছু পাইপ মাছের সুগঠিত পুচ্ছ-পাখনা রয়েছে। এরা সাঁতারের সময় এ পুচ্ছ-পাখনা কাজে লাগায়। এ কারণে এরা দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে। কিছু প্রজাতির পাইপ মাছের সামুদ্রিক ঘোড়ার মতো লেজ রয়েছে, যা কোনো কিছু আঁকড়ে ধরার উপযোগী।
পাইপ মাছের প্রজাতি সংখ্যা প্রায় ২০০। অধিকাংশ প্রজাতিই সামুদ্রিক। অল্প কিছু স্বাদু পানিতে পাওয়া যায়।
এদের দেহের দৈর্ঘ্য ৩৫-৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়। অগভীর পানিতে শৈলশ্রেণীতে এরা বসবাস করে। বিভিন্ন ক্রাস্টাসিয়ান জীব এবং অন্যান্য ছোট প্রাণী এরা খাবার হিসেবে গ্রহণ করে।
ইল মাছের প্রজনন প্রক্রিয়া ভিন্ন ধরনের। প্রণয় নৃত্য প্রদর্শনের মাধ্যমে এরা প্রজনন প্রক্রিয়া শুরু করে। স্ত্রী নল মাছটি পুুরুষটির দেহের নিচের অংশে প্রজনন থলিতে ডিম ছাড়ে। বাচ্চা ফোটার আগ পর্যন্ত পুরুষ মাছটিই ডিম বহন করে। বাচ্চা ফুটতে প্রায় সাত দিন সময় লাগে।

 


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল