২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
আর সুযোগ পেলেই ছোট ছেলেমেয়েদের ধরে জায়গা মতো পাচার করে দেয়।
উলাভকেও তাই করতে চাচ্ছে। বেচারার স্যুটকেসটা মেরে দেবে, তাই ছেলেটা ওটা নিজের হাতে রেখেছে। ছেলেটার পরিকল্পনা বেন্টের কাছে পরিষ্কার। এখানে বেন্ট ইচ্ছা করলে চিৎকার করে লোক জড়ো করে ছেলেধরাটাকে ধরিয়ে দিতে পারে। কিন্তু তা বেন্ট করবে না। সে আরো নিশ্চিত হয়ে বীরের মতো উলাভকে ছাড়িয়ে নেবে।
এবার খুব সতর্কতার সঙ্গে বেন্ট উলাভ আর সেই বড় ছেলেটির দিকে এগিয়ে গেল। এখান থেকে একটু একটু কথা শুনতে পারা যাচ্ছে। বেন্ট শুনল সেই ছেলেটি বলছেÑ না না উলাভ, তুমি এটা ঠিক করেনি। আমার কাছ থেকে পালানো ঠিক হয়নি। আর জেনে রেখো উলাভ, আমার চোখে ধুলো দিয়ে কেটে পড়বে, এ জীবনে তা পারবে না। চিলের মতো ছো মেরে আমি তোমাকে ধরে নিয়ে আসব।
উলাভ হাত ছাড়াতে চেষ্টা করে বলল, তুমি আমাকে ছেড়ে দাও জেন্স। আমি তোমার সঙ্গে যাবো না। কিছুতেই না। জেন্স নামের ছেলেটি উলাভের হাতে জোরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, যেতে তোমাকে হবেই। আর পালাতে পারবে না। চলো আমার সঙ্গে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement