২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাশাইদাদের কথা

-

আজ তোমরা জানবে রাশাইদা সম্পর্কে। এদের সবার মূল আবাস ভূমি বা পূর্বপুরুষের ভূমি হেজাজ।
লিখেছেন এম জেড হক বাবলু

তোমরা কি জানো, রাশাইদা নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস ইরিত্রিয়া ও উত্তর-পূর্ব সুদানে? কিছু বাস করে সৌদি আরব ও কুয়েতে। তবে এদের সবার মূল আবাস ভূমি বা পূর্বপুরুষের ভূমি হেজাজ। হেজাজ বর্তমান সৌদি আরবের অংশ। একসময় এটি ওসমানীয় সাম্রাজ্যের (তুরস্ক) অধীন ছিল।
ওসমানীয় সাম্রাজ্যের যুগে ১৮৪৬ সালে রাশাইদা গোষ্ঠীর অনেকে আফ্রিকায় আসেন। গোত্র বা জাতিগত বিবাদের কারণে এরা দেশত্যাগ করেন। সুদান ও ইরিত্রিয়ায় বেজা জনগোষ্ঠীর সাথে এদের রয়েছে বিশেষ সাদৃশ্য। আরব উপদ্বীপের বনি রশিদের সাথেও রয়েছে এদের বেশ মিল। এরা বৃহত্তর আরব জাতির অংশ। এরা কথা বলে হেজাজি আরবিতে। একে একটি আরবি উপভাষা বলা যায়।
রাশাইদাদের রয়েছে নিজস্ব ঐতিহ্যÑ পোশাক সংস্কৃতি ও প্রথা।
উট পালনে এরা খুবই যতœশীল। দৌড়ের উটের (রেসিং ক্যামেল) বংশবিস্তারের কাজে এদের সুনাম রয়েছে। সৌদি আরব ও সুদানে এগুলো উচ্চমূল্যে বিক্রি করা হয়।
রাশাইদারা ইসলাম ধর্ম অনুসরণ করে। এরা সুন্নি মুসলমান।
রাশাইদা জনসংখ্যা প্রায় ৩৫ লাখ । তথ্যসূত্র : ওয়েবসাইট


আরো সংবাদ



premium cement