২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
বেন্ট বলল, এত চিন্তা করো না। সৃষ্টিকর্তা আছেন অসহায়কে সাহায্য করার জন্য। আর আমি তো আছিই। তুমি আমার কাঁধে হাত রেখে কষ্ট করো হাঁটো, একসময় ঠিক বাড়িতে পৌঁছে যাবে।
এ কথা বলে বেন্ট ছেলেটিকে তার বাড়িতে পৌঁছে দিলো। নিজেদের ছেলের প্রতি এতটা দয়া দেখাতে দেখে ছেলেটির মা বেন্টের ওপর খুব খুশি হলেন। তিনি বেন্টের জন্য নানা রকম খাবার নিয়ে এলেন। কিন্তু বেন্টের কি আর খাবার গ্রহণের সময় আছে? ওকে রেখে সেই ট্রামটা তো চলেই গেছে। এখন যেমন করেই হোক ওকে রেলস্টেশনে যেতে হবে। বেন্ট তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। তারপর নতুন একটা ট্রামে চড়ে স্টেশনে এসে নামল।

রাস্তার ওপারে ট্রাম থেমেছিলÑ এপাড়ে স্টেশন। বেন্ট এক দৌড়ে সেই রাস্তা পার হয়ে স্টেশনে ঢুকল। কিন্তু প্লাটফর্মে গিয়ে কোনো ট্রেনের দেখা পেল না। স্টেশনে মানুষজনও তেমন কেউ ছিল না। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে জানতে পারল ৪টার ট্রেন ৪টার সময়ই এসেছে আর ৪টা ৫ স্টেশন ছেড়ে চলে গেছে। (চলবে)


আরো সংবাদ



premium cement