২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইতিহাসে আজ আগস্ট-১৪

-

হ ১৮৪১ : জার্মান দার্শনিক ইওহান হেরবার্ট-এর মৃত্যু।
হ ১৯০০ : ২০০ মার্কিন নৌসেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
হ ১৯৩১ : ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশ বিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সি.জি.বি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
হ ১৯৪১ : রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৭ : ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।
১৯৭২ : ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁর মৃত্যু।

 


আরো সংবাদ



premium cement