১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
চি লি র রূ প ক থা

স্বপ্নের পথে পথে

-

(গত দিনের পর)
তারপর বাতাসের ঘূর্ণিপাকে আকাশে ঘুরপাক খেতে লাগল। এক সময় কুণ্ডলিটি ঘুরপাক খেতে খেতে স্থির হয়ে দাঁড়ায় আমার সামনে। দৈত্যটি বলে, ‘ওহে যুবক, তোমাকে এতদূর নিয়ে এলাম। এবার বলো, কী চাও তুমি? তোমার সব আশা আজ পূরণ হবে।’
স্বপ্ন বিষয়ে যুবকটি অর্তুরোকে আরো বলেন, ‘যদিও দৈত্য-দানব, জিন-পরী নিয়ে আমার কোনো বিশ্বাস নেই, কিন্তু দৈত্যটির কাছে আমি কী চাইবÑ এমন কথা ভাবতে ভাবতেই ঘুম ভেঙে যায় আমার। ঘুম থেকে উঠে ছটফট করতে থাকি। কী দেখলাম, কী দেখলাম! এসব ভাবতে ভাবতে ভোর হয়। এ স্বপ্নের অর্থ কী, তুমি কিছু বলতে পারো বন্ধু?’
অর্তুরো বলে, ‘স্বপ্নটা অর্থহীন নয় বন্ধু। এর পেছনে গূঢ় রহস্য লুকিয়ে আছে। তুমি বরং চলে যাও ওই মরুর পথে। অ্যাটাকুমা কতদূর বন্ধু? খুব বেশি দূরে নয়, হয়তো। নিশ্চয় ভাগ্য ফিরবে তোমার।’ অতুরো বলে, ‘আমার বাবা বলতেন, পৃথিবীটা রহস্যময়। সেই রহস্য খুঁজে নিতে হয়। বন্ধু, তোমার যাওয়া উচিত।’ (চলবে)


আরো সংবাদ



premium cement