১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

মাউন্ট এভারেস্ট

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো মাউন্ট এভারেস্টের নাম শুনে থাকবে? এটা কী? একটি পর্বত। মাউন্ট এভারেস্টের অবস্থান কোথায়? হিমালয় পর্বতমালায়। এ পর্বতমালায় বেশ ক’টি পর্বত আছে। এগুলোর মধ্যে মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু। এটি বিশ্বেরও সবচেয়ে উঁচু পর্বত। এর চূড়ার (শৃঙ্গ) উচ্চতা কত জানো? প্রায় আট হাজার ৮৪৮ মিটার। মিষ্টি সকাল, রোদেলা দুপুর, উদাসী বিকেল আর মায়াবী সন্ধ্যায় এভারেস্টের রঙ বদলায়। তোমরাও রঙ বদলিয়ে এভারেস্টের ছবি আঁকতে পারো।

 


আরো সংবাদ



premium cement