২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
চি লি র রূ প ক থা

স্বপ্নের পথে পথে

-

(গত দিনের পর)

এবার জর্জ বড় সহজ সরলভাবে বলে, ‘এ খামারের সবচেয়ে ছোট যে। ছোট তো! পায়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল।’
মালিক : অর্তুরো ফেলেছে? আগেই সন্দেহ ছিল, ছোট্ট বালক। এমন ভারী কাজ সে কী করে করবে। না, ওকে আর এ খামারে রাখা যাবে না।
জর্জ ভালো মানুষ সাজে। বলে, ‘ওকে ক্ষমা করে দিন স্যার। ও ছোট মানুষ। এত বড় বালতি সামলে উঠতে পারেনি।’
জর্জের কথায় মালিক জর্জকে আরো বিশ্বাস করে ফেলে। শেষে বলে, ‘নাহ্! ওসব ছোট ছেলে পেলে দিয়ে এ খামার চলবে না। আজই ওকে বিদায় করে দেবো।’
খামার থেকে বিদায় করা হলো অর্তুরোকে। আবার ফাঁকা হয়ে গেল পৃথিবীটা অর্তুরোর কাছে। বাবার কথা মনে পড়ল তার। ‘পৃথিবীর পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। তোমাকে সেই সব খুঁজে নিতে হবে।’ অর্তুরো আবার পথ চলতে শুরু করে। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement