২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
চি লি র রূ প ক থা

লা ক্যালকোনা

-

(গত দিনের পর)

তারা তখন একটি গাছের আড়ালে গিয়ে লুকায়। তারা দেখে, তাদের মা ভয়ঙ্কর কণ্ঠে ভ্যাঁ ভ্যাঁ শব্দ করে চলে গেল পাহাড়ের চূড়ায় অন্য কোনো দিকে।
ছোট্ট ছেলে-মেয়ে দুটো বুঝে উঠতে পারছে না, এ কী দেখল তারা। তাদের মনে ভয় এবং কৌতূহল আরো বেড়ে গেল। ক্যালকোনা চলে যাওয়ার পর পাওলো এবং পাওলিনা চুপি চুপি সেই গোপন কুঠুরিতে প্রবেশ করে। দেখে সারে সারে সাজানো কলসি। ওরা একটি কলসি থেকে এক মুঠো পাউডার গায়ে মাখে। আগে পিছে বিপদ হতে পারে, এমন কিছু না ভেবেই ওরা পাউডার মেখে ফেলে গায়ে। আর সাথে সাথে খেঁকশেয়ালে রূপান্তরিত হয়ে যায় তারা। এরপর চলে পাহাড়ের গায়। সেখানে গিয়ে হুক্কাহুয়া শুরু করে দেয়।
অনেকক্ষণ পাহাড়ের ঢালে হুক্কাহুয়া করে ক্লান্ত হয়ে পড়ে তারা। শেষ রাতের দিকে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরেই তারা ভড়কে যায়। এখন উপায়! খেঁকশেয়াল থেকে মানুষ হবে কিভাবে। এটা তো জানা নেই তাদের। তাই, বাড়ি এসেই দু’জনে হুক্কাহুয়া করে চিৎকার চেঁচামেচি ও কান্না শুরু করে দেয়। (চলবে)

 


আরো সংবাদ



premium cement