১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

ইসলামের পথ

-

আমাদের দেশে নানান ধর্মের মানুষ রয়েছেন। যেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান প্রভৃতি। যারা মুসলিম তাদেরকে ইসলামের পথে চলতে হয়। জীবনযাপনের ক্ষেত্রে আমরা অনেক সময় গুনাহর কাজ করে ফেলি। যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, গীবত করা, নামাজ না পড়া, কুরআন না পড়া, আল্লাহ ও রাসূল সা:-এর পথে না চলা। আমাদের উচিত গুনাহ না করা, ইসলামের পথে চলা, ভালো কাজ করা, মিথ্যা না বলা, চুরি না করা, গীবত না করা। আল্লাহ যেসব কাজ আমাদের নিষেধ করেছেন সেগুলো মেনে চলা। যেগুলো আদেশ করেছেন তা পালন করা। আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন তাঁর ইবাদত করার জন্য। ভালো পথে আমাদের চলার জন্য। রাসূল সা:-এর নির্দেশিত পথে জীবন পরিচালনার জন্য। এখন থেকে এসব আদেশ আর নিষেধ মেনে চলার অঙ্গীকার করতে হবে সবাইকে। তাহলেই আমরা শান্তি পাবো। আল্লাহ আমাদের সবাইকে তাঁর নির্দেশ মেনে চলার তাওফিক দিন। আমিন।
মাহদিয়া তাসনিম
তৃতীয় শ্রেণী
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

 


আরো সংবাদ



premium cement