২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বিশ্ব ঐতিহ্য স্থান

জেবেল বারকাল

-

আজ তোমরা জানবে জেবেল বারকাল সম্পর্কে। ২০০৩ সালে পবিত্র এই পর্বত আর এর পাদদেশের নাবাতা শহর ইউনেস্কোর বিশ্বঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়। লিখেছেন লোপাশ্রী আকন্দ
একটি পর্বত । নাম তার জেবেল বারকাল। মানে পবিত্র পর্বত। ছোট্ট এই পর্বতটির অবস্থান কারিমা শহরে, নীল নদের বড় একটি বাঁকে। সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে নুবিয়া এলাকায় দাঁড়িয়ে আছে এটি। কুশিতীয় ও মিসরীয় উভয় জাতি বিশ্বাস করত, এটি এমন একটি স্থান যেখানে পৃথিবীর প্রাণের সূত্রপাত হয়। ইতিহাসের সব যুগেই পর্বতটি নুবিয়ার ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে নির্মিত হয় অনেক মন্দির। এগুলোরই একটি আমুন মন্দির। এ মন্দিরে প্রধান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো। আর ফারাওদের (সম্রাট) টীকাও রচিত হতো এখানে। ২০০৩ সালে জেবেল বারকাল আর এর পাদদেশের নাবাতা শহর ইউনেস্কোর বিশ্বঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়। খ্রিষ্টপূর্ব ১৪৫০ সালের দিকে মিসরীয় ফারাও তৃতীয় থুতমোস এই অঞ্চল পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন এবং জেবেল বারকালকে দক্ষিণের সীমানা বিবেচনা করেন। তিনি নাবাতা পর্যন্ত অভিযান চালান। এর ৩০০ বছর পরে এটি স্বাধীন কুশ রাজ্যের রাজধানী হয়। ২৫তম রাজবংশের নুবীয় রাজা পরবর্তীকালে এখানে আমুনের নতুন রাজ্য মন্দির বড় করেন।
১৮২০-এর দশকে ইউরোপীয় অভিযানকারীরা জেবেল বারকালের চার পাশে কমপক্ষে ১৩টি মন্দির ও তিনটি প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পান। ১৮৬২ সালে মিসরীয় কর্মকর্তারা এখান থেকে অতি প্রাচীন তিনটি অভিলিখন উদ্ধার করেন, যা কায়রো জাদুঘরে স্থান পায়। ১৯১৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও বোস্টনের মিউজিয়াম অব ফাইন আর্টস জর্জ রেইসনারের পরিচালনায় এখানে খননকাজ চালায়। ১৯৭০-এর দশকে সার্জিও ডোনাডোনি এখানে কাজ করেন। ১৯৮০-এর দশকে বোস্টন মিউজিয়ামের একটি দল এখানে টিমোথি কেনড্যালের অধীনে গবেষণা চালান। স্থানীয়দের কাছে আমুনের মতো বড় মন্দিরগুলো এখনো পবিত্র। পর্বতটির উচ্চতা ৯৮ মিটার। এর উপরিভাগ সমতল। দূর থেকে দেখা যাওয়ায় মধ্য আফ্রিকা, আরব ও মিসরের প্রাচীন বণিকেরা এ পর্বত এলাকায় আসত বাণিজ্যপথের বড় নদী পারাপারের জন্য। আজো এ পর্বত মানুষকে আকর্ষণ করে।
তথ্যসূত্র : ওয়েবসাইট


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল