২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
কে কী--------কেন কিভাবে

বরফের ফুল প্রকৃতির বিস্ময়

-


আজ তোমরা জানবে বরফের ফুল সম্পর্কে। মেরু অঞ্চলে এ ফুল দেখা যায় । সাগরের বুকে বরফ জমে পুরু হলেই বরফের ফুলেরা মরে যায়। লিখেছেন মৃত্যুঞ্জয় রায়

কখনো কখনো আবহাওয়ার কারণে সাগরের শান্ত জলের বুকে জমা বরফকে শাপলা ফুলের মতো দেখা যায়। হঠাৎ দূর থেকে এই দৃশ্য দেখলে মনে হতে পারে সাগরে মাইলের পর মাইল ধরে যেন হাজার হাজার শাপলা ফুল ফুটে রয়েছে। কিন্তু কাছে গেলেই সে ভুল ভাঙে। আসলে সেগুলো ভাসমান বরফের টুকরো, ফুলের মতো জলের ওপর ভেসে রয়েছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাংকের নিচে নেমে গেলে কখনো কখনো এরূপ ঘটনা ঘটে। বিশেষ করে মেরু অঞ্চলে সাগরের ওপর যখন সবেমাত্র বরফের পাতলা স্তর জমতে শুরু করে ঠিক তার পূর্বে এই ঘটনা ঘটে থাকে। এ ঘটনার জন্য সাগরতলের তাপমাত্রা ও বাতাসের তাপমাত্রার পার্থক্য ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। বরফের স্ফটিকগুলো বড়জোড় ৩-৪ সেন্টিমিটার ব্যাসের হয়ে থাকে। উত্তর মেরু অঞ্চলে এই দৃশ্য দেখা যায়। তবে এর স্থায়িত্বকাল হয় খুব কম সময়। সাগরের বুকে বরফ জমে পুরু হলেই বরফের ফুলেরা মরে যায়।


আরো সংবাদ



premium cement