২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
চি লি র রূ প ক থা

লা ক্যালকোনা

-

(গত দিনের পর)

অবশ্য পাহাড়ঘেরা লম্বা দেশটির এক প্রান্তে আছে বিশাল মরুভূমি। অ্যাটাকুমা ডেজার্ট নামের ওই মরুভূমিতে বৃষ্টি হয় না। কথিত আছে, অ্যাটাকুমার একটি অঞ্চল এতই শুষ্ক যে পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত সেখানে কোনো দিন বৃষ্টি হয়েছে, এমন প্রমাণ নেই। ওই মরুভূমির পশ্চিম পাশ ঘেঁষা যে পাহাড়, সেখানে বাস করে এন্ডিয়েন কন্ডার নামের পাখি। শকুন প্রজাতির এই পাখিটিই নাকি পৃথিবীতে ‘উড়তে পারা পাখিদের মধ্যে’ সবচেয়ে বড় পাখি। চিলির জাতীয় পাখিও এটি।
মজার বিষয় হলো, এই পাখি উড়তে পারে ঠিকই। কিন্তু মাটি থেকে আকাশে পাখা মেলে ওঠার সময় বহমান বাতাসের সাহায্য নিতে হয়। একবার যদি আকাশে ডানা মেলতে পারে, তা হলে আর তাকে পায় কে! মাইলের পর মাইল উড়তে পারে, দিন রাত আকাশে পাখা মেলে থাকতে পারে। প্রায় ৩৩ পাউন্ড ওজনের এই পাখিগুলো এতই বড় যে তাদের দুই পাখা মেললে প্রায় ১০ ফুট পর্যন্ত প্রসারিত হয়। ছোট ছোট বাচ্চাদের ওরা ছোঁ মেরে তুলে নিয়ে যেতে পারে। (চলবে)


আরো সংবাদ



premium cement