২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জানা-অজানা

উটের পিঠে কুঁজ থাকে কেন

-

ছোট্ট বন্ধুরা,
উট সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে। এটি মরুভূমির প্রাণী। এ প্রাণীর পিঠে কুঁজ থাকে। বলতে পারো কেন থাকে? চর্বি জমিয়ে রাখার জন্য উটের পিঠে কুঁজ থাকে।
খাদ্যের অভাবের সময় এই চর্বি উটের পুষ্টি জোগায়। বিশেষ ধরনের জৈবরাসায়নিক প্রক্রিয়ায় উটের এই চর্বি পানিতেও পরিণত হতে পারে। উটের জন্য এটি একটি বাড়তি সুবিধা। এ কারণেই এ প্রাণী পানি পান না করেই মরুভূমিতে ১৭ দিন কাটিয়ে দিতে পারে, অনেকের মতে ২১ দিন।


আরো সংবাদ



premium cement