২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
স্পে নে র ক ল্প ক থা

ছবিটি কথা বলেছিল

-

(গত দিনের পর)

এখন মনে মনে বেশ খুশি সে। ছবিটির দিকে তাকিয়ে বলে, ‘হ্যাঁ, হয়েছে। বেশ ভালোই হয়েছে। আগেরটার চেয়ে কোনো অংশে কম হয়নি। নিশ্চয়ই ক্লাসের অন্য ছেলেদের চেয়ে ভালো। ম্যাডামকে দেখালে নিশ্চয়ই খুশি হবেন তিনি। আসলে ছবি আঁকতে লাগে চেষ্টা, মনোযোগ আর ধৈর্য। এই তিনটি গুণ মিলিয়ে চেষ্টা করলে যেকোনো অসাধ্য সাধন করা যায়।’
এর পর থেকে, পিন্টি ছবি আঁকতে গেলে অথবা অন্য যেকোনো পড়া পড়তে গেলে আর ধৈর্য হারা হয় না। ধৈর্য, উৎসাহ আর আনন্দের সাথে পড়া পড়ে অথবা ছবি আঁকে সে। এখন কেউ আর তার সাথে পড়ায় অথবা ছবি আঁকায় পেড়ে ওঠে না। ক্লাসে ফার্স্ট হওয়ার মন্ত্র যেন পেয়ে যায় পিন্টি। ( শেষ)


আরো সংবাদ



premium cement