২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

অক্টোপাস-৩

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা তো জানোইÑ অক্টোপাস আমিষভোজী। তার মানে এটি বিভিন্ন প্রাণী শিকার করে খায়। অক্টোপাসের মাথা কোথায় থাকে? এর আটটি শুঁড়ের মাঝখানে। অক্টোপাসের চোখ দু’টি ড্যাবডেবে। আর মুখ কেমন? টিয়ে পাখির মতো বাঁকানো। এ মুখ দিয়ে এরা মাংস খেতে পারে কুরে কুরে। জানো, অক্টোপাসের মুখের কাছে এক জায়গায় আছে একটি থলে? আর এ থলেতে থাকে কালো রঙের কালি বা রঙিন রস। শত্রুর হাত থেকে পালিয়ে বাঁচতে এটি কী করে? পানির মধ্যে ছিটিয়ে দেয় ওই রঙিন রস বা কালি। এর ফলে সাথে সাথে চারদিক অন্ধকার হয়ে যায় কালিগোলা পানিতে। আর এর ফাঁকে অক্টোপাস সটকে পড়ে শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করে। Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement