২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গাঁয়ের মাঝে

-


গাঁয়ের পথে মন ছুটে যায় মুক্ত হাওয়ার খোঁজে,
সময় কাটে কাজের মাঝে মনটা কি আর বোঝে!
তবুও যখন কাজের ফাঁকে শীতল আমেজ খোঁজা,
মিলবে কোথায় এমন পরশ পাওয়াটা নয় সোজা।
ছায়া ঘেরা মায়া এমন আমার দেশে খোঁজো,
সাথে সুরের রেশও পাবে দুচোখ যখন বোজো।
গাঁয়ের মাঝে মিলবে এসব করেই দেখো খোঁজ,
পাখির সুরে ঘুম ভেঙে যায় ভোরের আলোয় রোজ।

 


আরো সংবাদ



premium cement