১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

অক্টোপাস-২

-

ছোট্ট বন্ধুরা,
অক্টোপাসের শুঁড়কে বিজ্ঞানীরা কী বলেন? টেন্টাকল্স। ইংরেজি বানান ঞ-ঊ-ঘ-ঞ-অ-ঈ-খ-ঊ-ঝ. এ প্রাণীর শুঁড়ে পেশি তুলনামূলক বেশি। তাই এর শক্তিও বেশি। শুঁড় দিয়ে অক্টোপাস কী করে? শিকার করে। আক্রমণ করে এটি শিকারকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে প্রবলভাবে চাপ দেয়। এ চাপে এটি ব্যবহার করে অসম্ভব শক্তি। অক্টোপাসের শুঁড়ে অনেক চোষক থাকে। চোষককে তোমরা চোষার যন্ত্র বলতে পারো। চোষক দিয়ে অক্টোপাস কী করে জানো? শিকারের গায়ের মাংস ছিঁড়ে নেয়, রক্ত চুষে নেয়।


আরো সংবাদ



premium cement