২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
স্পে নে র ক ল্প ক থা

ছবিটি কথা বলেছিল

-

(গত দিনের পর)
রাখার মতো সম্ভাব্য অন্যান্য জায়গায়ও খুঁজে দেখল। কিন্তু পেন্সিলটার চিহ্নও আর খুঁজে পেল না সে।
পিন্টি আনমনে বিড়বিড় করে বলছে, ‘আমি তো এই ব্যাগেই রেখেছিলাম পেন্সিলটা। তা হলে? কোথায় গেল সেটি। এমন সুন্দর পেন্সিলটা, এখন কোথায় খুঁজে পাই? দেখিতো সেই ড্রয়িংশিটটা কোথায়। হ্যাঁ পেয়েছি। এই তো! এই শিটেই তো ছবিটা এঁকেছিলাম। কিন্তু ছবিটা কই? কাগজটি সম্পূর্ণ ফাঁকা যে। শুধু ইরেজার ঘষামাজার দাগগুলোর চিহ্ন রয়েছে। ছবিটি নেই।’
মন খারাপ হয়ে যায় পিন্টির। কোথাও সে পেন্সিলটা আর খুঁজে পেল না। পেন্সিলে আঁকা ছবিটাও উধাও। কী করে যে কী হয়ে গেল। পিন্টি ভীষণ চিন্তায় পড়ে যায়। তার কাছে মনে হচ্ছে, গতকালের পুরো বিকেলটাই বুঝি একটি স্বপ্ন ছিল। আবার সে ভাবে। কিন্তু ড্রয়িংশিটে তো রাবার ঘষামাজার স্পষ্ট দাগ রয়ে গেছে। দেখে বুঝা যাচ্ছে, ছবি আঁকার চেষ্টা করা হয়েছে এটার ওপর। কিন্তু ছবিটা কই? শিট থেকে ছবিটা উধাও হয়ে গেল কিভাবে? পিন্টি আরো কিছুক্ষণ পেন্সিলটা খোঁজে ফেরে, কিন্তু পায় না।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement