২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কে কী--------কেন কিভাবে

-

আজ তোমরা জানবে কামরাঙা সম্পর্কে। এটি আমাদের দেশী ফল। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কামরাঙাগাছ হয়। লিখেছেন লোপাশ্্রী আকন্দ

তোমরা বিভিন্ন ধরনের দেশী ফল খাও, তাই না? কামরাঙা খাও কি? হয়তো খেয়ে থাকবে।
বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কামরাঙা গাছ হয়। বলতে পারো, কামরাঙা গাছ কেমন? অনেক শাখার ঝোপালো প্রকৃতির গাছ। এটি প্রায় ১০ মিটার পর্যন্ত লম্বা হয়।
আমাদের দেশে দু’ধরনের কামরাঙা দেখা যায়। বড় জাতের কামরাঙা আর ছোট জাতের কামরাঙা। বড় জাতের পাকা ফল খেতে অম্লমধুর। ছোট জাতের পাকা ফল খেতে মিষ্টি। কামরাঙার ইংরেজি ঈধৎধসনড়ষধ. এবার ছবি দেখো এবং মজা করো।
কামরাঙার ইংরেজি মনে আছে কি? ঈধৎধসনড়ষধ. গ্রামের বন্ধুদের অনেকের বাড়িতেই হয়তো কামরাঙা গাছ আছে। যাদের বাড়িতে নেই, তারা বাবা-মা বা মুরব্বিদের অনুমতি নিয়ে একটি গাছ লাগাতে পারো। শহরের বন্ধুরা টবে বা ড্রামে লাগাতে পারো। গাছ লাগানো একটি ভালো কাজ। কামরাঙা আমাদের দেশী ফল। এটি কি শুধু বাংলাদেশেই জন্মে? না, অন্য দেশেও জন্মে। ভারত, পাকিস্তান, জাপান, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে কামরাঙার চাষ হয়। বাংলাদেশের কোথায় কামরাঙার গাছ বেশি? কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়ের তথ্যানুসারে সাভার, মানিকগঞ্জ, নড়াইল ও যশোরে বেশি কামরাঙা গাছ রয়েছে।ু

 


আরো সংবাদ



premium cement