২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বের নৃতাত্ত্বিক গোষ্ঠী

হেরেরো জাতি

-

আজ তোমরা জানবে হেরেরো সম্পর্কে। এ নৃতাত্ত্বিক গোষ্ঠী কৃষ্ণাঙ্গ। আফ্রিকায় বাস। লিখেছেন লোপাশ্রী আকন্দ

হেরেরো নৃতাত্ত্বিক গোষ্ঠী কৃষ্ণাঙ্গ। আফ্রিকায় বাস। হেরেরোদের বেশির ভাগ পশু পালন করে জীবন ধারণ করে। এটি এদের ঐতিহ্য। অন্যান্য পেশায়ও কিছু হেরেরো কাজ করে। হেরেরোরা, বিশেষ করে নারীরা রঙিন পোশাক পরতে পছন্দ করে। একসময় এরা আফ্রিকান ঘরানার পোশাক পরলেও, বর্তমানে এরা ইউরোপীয় ঘরানার পোশাকেই আগ্রহী। ঔপনিবেশিক আমলের শাসকেরা আফ্রিকায় যে পোশাক পরতেন, তার প্রতি হেরেরোদের ঝোঁক দেখা যায়। বর্তমানে হেরেরো নারীরা লম্বাটে ঢিলা পোশাক পরে এবং মাথায় টুপি পরে বা পট্টি ব্যবহার করে। অনেকে ঐতিহ্যবাহী আফ্রিকান পোশাকও পরে। পুরুষদের প্যান্ট-শার্টের প্রতি ঝোঁক দেখা যায়।
হেরেরোরা আফ্রিকান ও খ্রিষ্ট ধর্ম পালন করে।
১৮৮৩ সালে জার্মানি হেরেরোদের আবাসভূমিতে আধিপত্য বিস্তার করে। অচিরেই হেরেরো পশুপালক ও সাদা অভিবাসীদের মধ্যে বিরোধ দেখা যায়। কারণ জার্মানরা হেরেরোদের ভূমি ও পানিতে দখলদারিত্ব কায়েম করে। একসময় বিরোধের জের ধরে জার্মানরা হত্যাযজ্ঞ চালায়। ১৯০৪-১৯০৭ সাল পর্যন্ত হেরেরো বিদ্রোহ চলে। হত্যাযজ্ঞের পরে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে। হত্যাযজ্ঞের ১০০তম বার্ষিকীতে ২০০৪ সালে জার্মান অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী এ অপরাধের জন্য জার্মানদের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন।
বর্তমান হেরেরো জনসংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি। এদের বেশির ভাগ বাস করে নামিবিয়ায়। বাকিদের বসবাস বতসোয়ানা ও অ্যাঙ্গোলায়।
এরা কথা বলে হেরেরো ভাষায়। এটি একটি বান্টু ভাষা, যা নাইজার-কঙ্গো পরিবারের অন্তর্ভুক্ত। কিছু হেরেরো কথা বলে পর্তুগিজ ভাষায়, কিছু বলে ইংরেজি ভাষায়, আর কিছু বলে আফ্রিকানা ভাষায়। এটি আফ্রিকায় ইউরোপীয়দের নিষ্ঠুর শাসনের ফল।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল