২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
উ জ বে কি স্তা নে র লো ক ক থা

এক পয়সার সদাই

-

(গত দিনের পর)
কোন মেয়ে এগিয়ে আসবে তোমার এই হাবাগোবা ছেলেকে বিয়ে করতে?
স্ত্রী বললেন, ছেলের বুদ্ধিশুদ্ধি না হয় একটু কমই আছে। বুদ্ধিমতি একটা মেয়ে আনলেই হলো। ধনীর দুলালি না হোক, সংসারকর্মে পটু সাধারণ ঘরের কোনো মেয়ে হলেও আমাদের চলবে। বুদ্ধিশুদ্ধি ভালো, সাধারণ ঘরে এমন মেয়ে নিশ্চয়ই আছে। আর দেরি করো না। দেখেশুনে ছেলের বিয়েটা এবার দিয়েই দাও। তুমি দেশ-বিদেশে থাকো। এবার বিদেশ গেলে ফের কবে ফিরবে, সে খবর আছে? আর কবে ছেলের বিয়ে দেবে, শুনি?
স্ত্রী আবার বললেন, ছেলে আমার বুদ্ধিতে একটু খাটো, সেটা মানলাম। কিন্তু মনের দিক থেকে সে খাটো নয়। ভালো-মন্দ সবই বুঝে। সরল প্রকৃতির মানুষ তো। তাই একটু বোকাসোকা লাগে। সরল মানুষদের এমনটাই ভাবে সবাই। বলি, এই তল্লাটে আমার ছেলের মতো এমন ভালো ছেলে আর একটাও কি আছে? তা ছাড়া, আমাদের তো আর পয়সাকড়ি, ধন-দৌলতের অভাব নেই। ছেলে আমার কি সারা জীবন আইবুড়ো হয়েই থাকবে? অকাট্য যুক্তি মায়ের।
(চলবে)


আরো সংবাদ



premium cement