২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

সমুদ্রের আতঙ্ক

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা অনেকেই সামুদ্রিক প্রাণী হাঙ্গর সম্পর্কে জানো, তাই না? কেউ কেউ জানো না। এটি অনেক বড় প্রাণী। সাগর বা সমুদ্রে থাকে। তাই এটি সামুদ্রিক প্রাণী। হাঙ্গর খুবই খল আর হিংস্র। ভয়ঙ্কর স্বভাবের জন্য একে বলে সমুদ্রের আতঙ্ক। বড় বড় প্রাণীকে আক্রমণ করতে এটি দ্বিধা করে না। তিমি, অক্টোপাস ইত্যাদি প্রাণীর মাংস এদের প্রিয়। হাঙ্গর সাধারণত কত ফুট লম্বা হয়? ৩০-৪০ ফুট। এর চেয়ে বড় হাঙ্গরও আছে। বিভিন্ন ধরনের হাঙ্গর রয়েছে, যেমনÑ বাঘা হাঙ্গর, শিয়াল হাঙ্গর। বাঘা হাঙ্গরের গায়ে বাঘের মতো ডোরাকাটা থাকে। শিয়াল হাঙ্গরের লেজ কেমন? খুব বড়। হাঙ্গরের ইংরেজি ঝযধৎশ. এবার ছবি দেখো।
Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement