২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
উ জ বে কি স্তা নে র লো ক ক থা

এক পয়সার সদাই

-

(গত দিনের পর)
ছেলেটা খুবই অলস, কুড়ের ঢেঁকি। কোনো কাজকর্মই করে না সে। সারা দিন শুধু ঘুমায় আর ঘুমায়। বুদ্ধিসুদ্ধিও কম। হাবাগোবা ও সরল। বাড়িতে তো বাবা থাকেন না। মায়ের আদর-সোহাগে উচ্ছন্নে গেছে ছেলেটি। সারা দিন শুধু খায়-দায় আর ঘুমায়। বোকাসোকা ও সরল ধরনের ছেলেটাকে নিয়ে সওদাগরের তাই যত চিন্তা। বয়সটা তো আর বসে নেই। দিন দিন বাড়ছে। ছেলেকে তো বিয়ে দিতে হবে। উঁচু ঘরের কোনো মেয়ে কি এই হাবাগোবা ছেলেকে বিয়ে করবে?
এক বড় সওদাগরের ছেলেÑ এমন পরিচয়ে তো আর বিয়ে হয় না। বিয়ে করতে নিজের যোগ্যতা লাগে, নিজের গুণ ও কর্মদক্ষতা লাগে। এ ছেলের না আছে সাংসারিক বুদ্ধি, না আছে কর্মদক্ষতা ও জ্ঞান-গরিমা। এমন ছেলেকে কোন মেয়ে আসবে বিয়ে করতে? সওদাগর ভাবে, কী পরিচয়ে আমি ছেলেকে বিয়ে করাব? মেয়েপক্ষের লোকজন যখন জানতে চাইবেÑ ছেলে কী করে, তখন যে মুখ থাকবে না। ছেলেটা তেমন কিছুই করে নাÑ এমন কথায় কি পরিচয় মেলে? (চলবে)


আরো সংবাদ



premium cement