২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
চী নে র ক ল্প ক থা

শেয়াল ও বোকা বাঘ

-

(গত দিনের পর)
শেয়াল বলেÑ জি, সে কথা জানি মহারাজ। কিন্তু আমিও তো তোমার চেয়ে কম শক্তিশালী নই। সাক্ষাৎ জমের ঘরে যাওয়ার আগে, কিছুটা হলেও লড়াই তো চালিয়ে যেতে পারব।
বাঘ শুনে তাজ্জব বনে যায়। বলে কি পুঁচকে শেয়াল। সে কিনা আমার সাথে লড়াই করার সাহস দেখায়। বাঘ বলেÑ কী এমন শক্তি তোমার গায়! সে তো তোমার চেহারা দেখেই বোঝা যায়। আমার এক বাহুর শক্তিও যে নেই তোমার সমস্ত গায়।
শেয়াল বলেÑ তা অবশ্য ঠিক। তোমার এক হাতের শক্তিও আমার গায়ে নেই। কিন্তু তোমার মতো ১০টা বাঘকে আমি বুদ্ধিতে হারিয়ে দিতে পারি, এ কথা নিশ্চয়ই তোমার জানা আছে। তোমার এটাও জানা আছে যে, লোকেরা আমাকেই শেয়াল পণ্ডিত বলে চেনে, তোমাকে নয়। পেশিশক্তির চেয়ে যে মস্তিষ্কের শক্তি অনেক বড়, সে কথা বেমালুম ভুলে বসে আছো তুমি। অবশ্য তোমরা বাঘের জাতিরা এসব জ্ঞানের কথা মনে রাখবে কী করে। বোকারা দিন-দুনিয়ার খবর তো রাখতে পারে না। তোমাদের মাথাটা অনেক ছোট। ছোট মাথায় কতটুকু বুদ্ধিই ধরে? তা ছাড়া তোমরা তো লেখাপড়া জানা জাতি নও। অর্থাৎ মূর্খ জাতি। আলোর সন্ধান তোমাদের কাছে নেই। তাই আমি বলি কী, আলোর সন্ধান করো। একটুখানি বিদ্যা-বুদ্ধি অর্জন করো।
(চলবে)


আরো সংবাদ



premium cement