২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
আ ফ্রি কা ন লো ক ক থা

আকাশ বাড়ি

-

(গত দিনের পর)
আভিলা বাড়ির পথে হাঁটছে আর এমন কথাই ভাবছে। টাকা তো আনলাম এক বান্ডিল। এখন মোড়লকে বুঝাব কেমনে? মাথা মোটা মানুষদের বুঝাতে অবশ্য তেমন বেগ পেতে হয় না। আভিলা এখন ডাক ছেড়ে কবিতা আওড়ায়- ‘হাহ্ হা হা, ধরলাম আড়ি। আকাশে বানাব এবার, মোড়লের বাড়ি।’
আভিলা বাড়ি আসে। বারান্দায় পাটি বিছিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে দৃষ্টি দেয় খোলা আকাশে। ওইখানে, ওই মেঘের কোলে বাড়ি বানাতে হবে। কিছুক্ষণ শূন্যে চোখ মেলে তাকিয়ে থাকে আভিলা। মাথায় তার খেলা করছে রাজ্যের চিন্তা। বারান্দায় শুয়ে একসময় ঘুমিয়ে পড়ে আভিলা। ঘুমের মধ্যেই সে বাড়ি বানানোর চিন্তাটা পাকাপোক্ত করে নেয়। বিকেলে ঘুম থেকে ওঠে। সোজা চলে যায় বাজারে। ঘুরে ঘুরে মোটা শক্ত প্লাস্টিকের সাদা স্বচ্ছ পেপার কেনে অনেকগুলো। তারপর কেনে অ্যালুমিনিয়ামের চিকন রড। রডগুলো বেশ হালকা। আরো কেনে আঠা ও অন্যান্য জিনিসপাতি। মোটা দড়িও কেনে মণ খানিক। ভ্যানে করে এসব নিয়ে বাড়ি ফেরে আভিলা।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement