২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
আ ফ্রি কা ন লো ক ক থা

আকাশ বাড়ি

-

(গত দিনের পর)
আভিলাÑ তা কেন বলব? আপনিই তো বললেন, এ কাজ শুধু আমাকে দিয়েই করা সম্ভব।
মোড়ল- হুঁ, বলেছি। আচ্ছা নাও, এই এক বান্ডিল টাকা। বাড়ি কিন্তু আমার চাই-ই। আকাশে একটি বাড়ি। আহ, শুনলেই মনটা রোমাঞ্চে ভরে যায়। ঠিক আছে। ওই কথাই রইল। আজ যাও তাহলে।
টাকার বান্ডিলটা পকেটে নিয়ে আভিলা বেরিয়ে পড়ে। মাথায় তার একরাশ চিন্তা। আকাশে বাড়ি বানাতে হবে। এটাও কি সম্ভব? যত্তোসব আজগুবি কথা। বিজ্ঞানীরা আকাশে স্যাটেলাইট পাঠায়। স্যাটেলাইটগুলো পৃথিবীর চার পাশে ঘোরে। বৈজ্ঞানিক কাজকর্ম করে। অনেক সময় বিজ্ঞানীরাও মহাকাশ স্টেশনে গিয়ে দিন কাটায়। সেটা হলো বিজ্ঞানীদের কাজকর্ম। এই মোড়ল কি রাতারাতি বিজ্ঞানী হয়ে গেল? তাকে আকাশে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে? আসলে মোড়লের পকেটে টাকা পায়সা কামড়া কামড়ি শুরু করেছে। তাই তার মাথায় এমন উদ্ভট চিন্তা। আকাশে বাড়ি বানিয়ে থাকবেন তিনি। মেঘ স্পর্শ করবেন। মেঘের গায়ে ঘুমাবেন। (চলবে)

 


আরো সংবাদ



premium cement