২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
আ ফ্রি কা ন লো ক ক থা

আকাশ বাড়ি

-

(গত দিনের পর)
আভিলা বলেÑ ঠিক আছে, কথা দিলাম। তা হলে আজকে কিছু খরচা-পাতি দেন। প্রাথমিক মাল মসলা কিনতে হবে তো?
মোড়ল বুঝতে পারেননি, আভিলা এত তাড়াতাড়ি এমন একটা প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর এখনই সে টাকা পয়সা চেয়ে বসবে। তাই তিনি বললেন, টাকাটা না হয় দু’দিন পরে নাও আভিলা। আগে বলো, কাজটা কিভাবে করবে। অথবা, কাজটি তুমি আদতে পারবে কিনা।
আভিলা বলে, দুঃখিত মোড়ল সাব। আমি না পারলে কথা দেই না। আপনার জন্য আকাশে বাড়ি বানাতে পারব। এমনটা নিশ্চিত হয়েই আমি রাজি হয়েছি। আর, প্রাথমিক রসদপাতি কিনতে বেশ কিছু টাকার প্রয়োজন। এত টাকা আমার কাছে নেই যে শুরুটা আপনাকে করে দেখাব। কথাগুলো আভিলা এমন বলিষ্ঠ কণ্ঠে বলে যে, মোড়ল বিশ্বাস না করে পারে না।
মোড়ল আর কী করেন। পকেট থেকে টাকার এক বান্ডিল বের করে দিলেন। মুখে বললেন, দেখো কিন্তু। পরে আবার যেন বলো না, কাজটি তুমি পারবে না।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement