২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জা না-অজানা

লিওনার্দো দ্য ভিঞ্চি

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো বিশ্বখ্যাত ব্যক্তি লিওনার্দো দ্য ভিঞ্চির নাম শুনে থাকবে। তিনি কে? একজন অসাধারণ প্রতিভাধর মানুষ। বিখ্যাত চিত্র ‘মোনালিসা’ ও লাস্ট সাপার আঁকার জন্য তিনি খ্যাতিমান। অন্যান্য বহু বিষয়েও তার প্রতিভা দারুণ! ভাস্কর্য থেকে সামরিক প্রকৌশল পর্যন্ত অনেক বিষয়েই তার বিস্ময়কর প্রতিভার কথা জানা যায়। জ্যোতিষ, ভূগোল, উদ্ভিদবিদ্যা

ইত্যাদি বিষয়ে তিনি গবেষণা করেছিলেন। ডুবোজাহজ, ট্যাংক ও উড়োজাহাজের নকশাও তিনি করেছিলেন। তার জন্ম বর্তমান ইতালিতে, ১৪৫২ সালে। মৃত্যু বর্তমান ফ্রান্সে, ১৫১৯ সালে। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement