২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
আ ফ্রি কা ন লো ক ক থা

আকাশ বাড়ি

-

(গত দিনের পর)
লোক দু’জন হামতাম করে আভিলার বাড়ি গিয়ে হাজির। গিয়েই হাঁকডাক শুরু করে দেয়। আভিলা, ওই আভিলা। বাড়ি আছো? মোড়ল সাব তোমাকে ডেকে পাঠিয়েছেন। আজ তোমার খবর আছে। চলো, শিঘ্রই চলো। না গেলে তোমায় কোলপাথালি করে নিয়ে যাবো আমরা।
এমন হাঁকডাক চেঁচামেচি শুনে আভিলা ঘর থেকে বের হয়। বলেÑ এই ব্যাটারা, কী হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? এটা কি হাট-বাজার পেয়েছ? পাগলা কুত্তায় কামড়িয়েছে তোমাদের? যত্তোসব!
দলের একজন বলেÑ তোমাকে মোড়ল ডেকে পাঠিয়েছেন মহাশয়। চলো, এবার খবর করে ছাড়বে তোমাকে।
আভিলাÑ খবর করতে হয় পত্রিকা অফিসে গিয়ে। আমি কি খবরের অফিস খুলে বসেছি? হ্যাঁ বলো, কেন এসেছ?
একজনÑ তোমাকে মোড়ল সাব ডেকে পাঠিয়েছেন। আজই। না গেলে তোমাকে ধরে নিয়ে যেতে বলেছেন।
আভিলাÑ ও, সেই কথা? এজন্য এত চিল্লাচিল্লি করতে হয়? আমি তো মোড়লের কাছে যাওয়ার জন্যই বসে আছি। তা কখন যেতে হবে? (চলবে)


আরো সংবাদ



premium cement