১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
আ ফ্রি কা ন লো ক ক থা

আকাশ বাড়ি

-

(গত দিনের পর)

মাঝে মাঝে আবার কথার পাঁকে ফেলে অন্যকে হাসাতে চেষ্টা করে। হাসি না পেলে আভিলা নিজেই হাসে, জোর করে হাসে। শেষে অন্যরাও হাসতে বাধ্য হয়। অন্যরা যখন জোর করে হাসে, তখন আভিলা বেশ মজা পায়। তখন নাকি তার কাছে মনে হয়- সে এক মহানায়ক। নায়ক সেজে অন্যদের সে বুড়ো আঙ্গুলে নাচায়।
কেউ যদি কখনো তাকে কোনো কথা জিজ্ঞেস করে, তা হলে সেরেছে। কথার পিঠে আভিলা এমন উত্তর দেবে, শুনে আর না হেসে পারবে না কেউ। হাসির যেন ফোয়ারা বইতে থাকে তখন।
আসলে আভিলার মনটা রসে ভরা। রসে টুবু টুবু করে মন। সেই রস একবার যদি উপচে পড়া শুরু হয়, তা হলে আর রক্ষা নেই। হাসির বানে সবাইকে ভাসিয়ে নিয়ে যাবেই। তবে, কথায় আছে না ‘অতিরিক্ত কোনো কিছুই ভালো না’Ñ এ কথাটা আভিলা হয়তো জানে না। জানলে কি আর সেদিন মোড়ল তাকে ডেকে পাঠায়? পাঠিয়ে এমন কাজ দেয়? আভিলা তখন বিপদে পড়ে যায় যায় অবস্থা। অবশ্যি নিজ বুদ্ধির জোরে সেদিন বেঁচে গিয়েছিল। (চলবে)

 


আরো সংবাদ



premium cement