২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কে কী কেন কিভাবে মরাল

-

আজ তোমরা জানবে মরাল সম্পর্কে । এটি একজাতীয় উন্নত গ্রীবা ও দীর্ঘ দেহবিশিষ্ট হংস বা হাঁস। লিখেছেন লোপাশ্রী আকন্দ

তোমরা বিভিন্ন ধরনের পাখি চেনো। মরালও হয়তো চিনে থাকবে। এটি কী? এক ধরনের বড় হাঁস। ইংরেজিতে একে বলে ঋষধসরহমড় বা ঝধিহ.
মরাল সামাজিক পাখি। এরা একত্রে বাস করে বা বেড়ে ওঠে। একটি কলোনিতে হাজার হাজার মরাল থাকতে পারে।
১৯৫৮ সালে সুইজারল্যান্ডের বাসেল চিড়িয়াখানায় প্রথম কিছু মরাল আটকে রাখা হয়। তিন শ’র বেশি পাখি এখানে বেড়ে ওঠে। এখান থেকে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় এটি সরবরাহ করা হয়।
মনে রেখো, মরাল একজাতীয় উন্নত গ্রীবা ও দীর্ঘ দেহবিশিষ্ট হংস বা হাঁস।

 


আরো সংবাদ



premium cement