২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জা না-অজানা মুরগি

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই মুরগি চেনো। এটি কী? একধরনের পাখি। সারা বিশ্বেই মুরগি পোষার প্রচলন রয়েছে। বিশ্বে পোষা মুরগির সংখ্যাই বেশি। কিছু বন্য মুরগিও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০০৩ সালে বিশ্বে মুরগির সংখ্যা ছিল প্রায় ২৪ বিলিয়ন। তোমরা তো জানোই ১০০ কোটিতে এক বিলিয়ন। তার মানে, বিলিয়নকে কোটিতে রূপান্তর করলে বিশ্বে মুরগির সংখ্যা দুই হাজার ৪০০ কোটি। বর্তমানে মুরগির সংখ্যা আরো বেশি।
সাধারণ অর্থে মুরগি বলতে মুরগির পাশাপাশি মোরগও বুঝায়।
তোমরা নিশ্চয়ই মুরগির ডিম ও গোশত খাও। এগুলো আমিষসমৃদ্ধ। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
Ñইমরুল হাসান


আরো সংবাদ



premium cement