২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
সৌ দি আ র বে র রূ প ক থা

দুই ভাই দুই পাখি

-

(গত দিনের পর)
খেলতে খেলতে দূরের গহিন এক বনে চলে গেল দুই ভাই। তারপর? যা হওয়ার, তাই হলো। পথ হারিয়ে ফেলল তারা। অনেকগুলো রাস্তা। একেকটা একেক দিকে গেছে। কোনটা যে বাড়ি ফেরার আসল পথÑ সেটা কিছুতেই ঠাওর করতে উঠতে পারল না। এখন তাদের সব কথা মনে পড়ল। হায় হায়। বাবা-মা তো বারবার সাবধান করেছিলেন। বলেছিলেন দূরে কোথাও না যেতে। ভুলে তারা সেই বিপজ্জনক কাজটাই করে ফেলেছে। এখন উপায়? এখন কী হবে?
এক ভাই অন্য ভাইকে দোষ দিচ্ছে। পথ হারিয়ে কাঁদছে দু’জনই। গহিন এই জঙ্গলে হিং¯্র জীবজন্তুর সংখ্যা কম নয়। ওদের থাবায়ই বুঝি জানটা যাবে। অঝোরে কাঁদছে দুই ভাই। কী হবে শেষতক? কেউ জানে না। কে তাদের সঠিক পথ বলে দেবে? কেমন করে বাড়ি ফিরবে তারা? না ফিরতে পারলে তো নির্ঘাত মরণ। বাঘ-ভালুকের পেটে হজম হতে হবে। বাবা-মা এসবের কিচ্ছু কোনো দিন হয়তো জানতেও পারবে না। (চলবে)

 


আরো সংবাদ



premium cement