১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কলকাতার সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে লাশের টুকরো উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কলকাতার নিউটাউনের সঞ্জীবা আবাসনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি লাশের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এটি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমেরই লাশের অংশ।

মঙ্গলবার (২৮ মে) সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এই দেহাংশ যে আনোয়ারুল আজিম আনারের, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সূত্রটি।

কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগের ডিসি মো: আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, আমরা কলকাতার স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে সঞ্জীবা আবাসনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি লাশের অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি সংসদ সদস্য আনারের কিনা, তা আমরা এখনো নিশ্চিত নই। তাছাড়া কলকাতা সিআইডি বা পুলিশও আমাদের অফিসিয়ালি নিশ্চিত করেনি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই মুহূর্তে ঘটনা তদন্তের স্বার্থে প্রায় ৪০ কিলোমিটার দূরের একটি খালে তল্লাশীর কাজ পরিদর্শনে রয়েছি। এর মধ্যে আমরা এই তথ্য পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলের (সঞ্জিভা গার্ডেন) দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নিশ্চিত হতে পারব।’

এদিকে পশ্চিমবঙ্গের সিআইডি জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের লাশের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।


আরো সংবাদ



premium cement
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্যে ইউজিসির তাগিদ সিদ্ধিরগঞ্জে জিএম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হত্যাকারীদের রক্ষা করতেই বুদ্ধিজীবী হত্যার তদন্ত হয়নি : বিআরজেএ ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে ভাঙচুর ফুটপাতে নবজাতকের লাশ, টানাহ্যাঁচড়া করছিল কুকুর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান : আসিফ নজরুল জর্দানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬ আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না সিরিয়ায় গম রফতানি স্থগিত রাশিয়ার পাকিস্তানে এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতার তথ্য প্রকাশ খাগড়াছড়িতে নিকাব পরা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার

সকল