কলকাতার সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে লাশের টুকরো উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৪, ২১:০২
কলকাতার নিউটাউনের সঞ্জীবা আবাসনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি লাশের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এটি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমেরই লাশের অংশ।
মঙ্গলবার (২৮ মে) সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এই দেহাংশ যে আনোয়ারুল আজিম আনারের, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সূত্রটি।
কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগের ডিসি মো: আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, আমরা কলকাতার স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে সঞ্জীবা আবাসনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি লাশের অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি সংসদ সদস্য আনারের কিনা, তা আমরা এখনো নিশ্চিত নই। তাছাড়া কলকাতা সিআইডি বা পুলিশও আমাদের অফিসিয়ালি নিশ্চিত করেনি।’
তিনি আরো বলেন, ‘আমরা এই মুহূর্তে ঘটনা তদন্তের স্বার্থে প্রায় ৪০ কিলোমিটার দূরের একটি খালে তল্লাশীর কাজ পরিদর্শনে রয়েছি। এর মধ্যে আমরা এই তথ্য পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলের (সঞ্জিভা গার্ডেন) দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নিশ্চিত হতে পারব।’
এদিকে পশ্চিমবঙ্গের সিআইডি জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের লাশের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা