২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মদিনায় গ্রেফতার হওয়া কে এই আন্তর্জাতিক মানের ভিক্ষুক?

মদিনায় গ্রেফতার হওয়া কে এই আন্তর্জাতিক মানের ভিক্ষুক? - ছবি : সংগৃহীত

মেহেরপুরের মতিয়ার রহমান মন্টু এক সময় ছিলেন দুর্ধর্ষ ডাকাত। বোমায় দুই হাত হারানোর পর আন্তর্জাতিক মানের ভিক্ষুক হয়ে যান তিনি। মন্টুকে এবার হজের সময় ভিক্ষাবৃত্তির দায়ে গ্রেফতার করেছে মদিনার পুলিশ।

গাংনি উপজেলার সিন্দুরকোটা গ্রামের মানুষ জানে ৫৮ বছর বয়সী মন্টু ভিক্ষা করতে বহুবার সৌদি আরব, পাকিস্তান ও ভারতে গেছেন। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, গ্রামে কিছু না করলেও বিঘা-বিঘা সম্পত্তির মালিক তিনি।

মা, স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে ভাটাপাড়ায় মন্টুর সংসার। স্ত্রী স্বীকার করেছেন, তার স্বামী একাধিকবার ভারত ও সৌদি আরবে গিয়েছেন। করোনাভাইরাসের কারণে গত দুই বছর তিনি যেতে পারেননি। তবে সৌদি আরব গিয়ে তার স্বামী কী করেন তা বলতে পারেননি তিনি।

উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, ‘বছর বিশেক আগেও মন্টু ডাকাতি করতেন। বোমার আঘাতে তার দুই হাতের কব্জি উড়ে যায়। গ্রামে মন্টু কিছুই করেন না। অথচ প্রতিবছর পাঁচ-সাত লাখ টাকা ব্যয় করে হজ ভিসায় সৌদি আরবে যান। সেখানে ভিক্ষা করে অনেক টাকা আয় করেন ‘

সোহেল আহমেদ আরো বলেন, ‘হাত হারানোর পর তিনি বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। প্রতিবার গ্রামে ফিরে প্রথমে জমি কেনেন। এভাবে ৩৫-৪০ বিঘা জমি তিনি কিনেছেন।’

ভিক্ষাবৃত্তির দায়ে ২২ জুন মদিনায় গ্রেফতার হওয়া মতিয়ারকে বাংলাদেশ হজ মিশনের কর্মীরা থানায় মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন। মতিয়ার সৌদি আরবে যান ধানসিঁড়ি ট্র্যাভেল এয়ার সার্ভিসের মাধ্যমে। গত ২৫ জুন ওই এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়েরর উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত আরেকটি চিঠি স্থানীয় উপজেলার প্রশাসনকেও পাঠানো হয়েছে। প্রশাসনের মাধ্যমে ওই চিঠি গেছে ইউনিয়ন পরিষদের কাছে।

উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, ‘এরই মধ্যে এ ব্যাপারে ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরলেই তাকে যেন গ্রেফতার করা হয়। তাকে যে এজেন্সি পাঠিয়েছে তাদের নিবন্ধনও বাতিল করা হবে।’

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশী শ্রমিক নিহত ১৫ দিনে সড়কে নিহত ৩৬৭, আহত দেড় হাজারের বেশি তীব্র গরমে পথচারীদের স্যালাইন-পানি বিতরণ আইনজীবী ফোরামের চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল শেরপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের শক্তিশালী দল নওগাঁয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড মিয়ানমারের কারাগারে সাজা শেষে ফিরল ১৭৩ বাংলাদেশী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত : হাইকমিশনার রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সকল