১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টিপু হত্যা : শুটার মুসার ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ

টিপু হত্যা : শুটার মুসার ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ - ছবি : সংগৃহীত

মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় গ্রেফতার সুমন শিকদার মুসা ওরফে শুটার মুসাকে ১৫ দিনের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলেন জানানো হয় রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় সুমন সিকদার ওরফে মুসাকে ১৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ। তারা এই মামলায় গ্রেফতার ১৩ জনকে পর্যায়ক্রমে রিমান্ডে এনে সুমন শিকদার ওরফে মুসার মুখোমুখি করবে।

ডিবি প্রধান হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুসা।

গত ৩ জুন ওমানে গ্রেফতার হন সুমন শিকদার ওরফে মুসা। তাকে দেশে ফেরাতে পুলিশের তিন সদস্যের একটি টিম যায় ওমানে। বৃহস্পতিবার মুসাকে নিয়ে দেশে ফিরে আসে পুলিশের টিম।

উল্লেখ্য, এলাকায় দলীয় ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।


আরো সংবাদ



premium cement