১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ছাড়া পেলেন ঢাকা কলেজে ‘জিম্মি’ আইডিয়ালের সেই ছাত্র

- ছবি : সংগৃহীত

রাজধানীতে গণপরিবহণে হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনরত আইডিয়াল কলেজের ছাত্রকে ৫ ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেয়া হয়েছে।

ওই ছাত্রকে ছেড়ে দেয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ।

পুলিশের সামনে থেকে দিনদুপুরে তুলে নিয়ে যাওয়া হয় আইডিয়াল কলেজের ওই ছাত্রকে।

মঙ্গলবার সন্ধ্যায় আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পর ‘জিম্মি’ থেকে ওই ছাত্র মুক্তি পান।

হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি সেরে ফেরার সময় অতর্কিত দুই দল ছাত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে ধরে নিয়ে যান ঢাকা কলেজের কিছু ছাত্র।

এর আগে আইডিয়াল কলেজের ১১ শিক্ষকের একটি প্রতিনিধিদল ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকারের সাথে দেখা করেন।

সেলিম উল্লাহ খন্দকার অবশ্য কোনো ছাত্রকে আটকে রাখা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব সাংবাদিকদের দেননি।

তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, কোনো ছাত্র এখানে আছে কি না। আমার সামনে আইডিয়াল কলেজের শিক্ষকেরা আছেন, ছাত্রলীগের ছেলেরা আছে। তারা বলছে, তাদের একটা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’

তবে আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন আহমেদ সন্ধ্যা সোয়া সাতটার দিকে জানান, তারা ছাত্রটিকে ফিরিয়ে এনেছেন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল