১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ডেমরায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর ডেমরা এলাকায় ডেমরা-রামপুরা সড়কে পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ডেমরার আমুলিয়া মডেল টাউন সংলগ্ন স্নিগ্ধা নামের একটি নার্সারির পেছন থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলায়ও রশি পেঁচানো ছিল। গায়ে ছিল হাল্কা আকাশি রঙের জিন্সের প্যান্ট ও নীল রঙের ফুলহাতা জার্সি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে নার্সারিতে গাছ কিনতে আসেন এক লোক। তিনি গাছ দেখতে দেখতে নার্সারির পেছন দিকে গেলে সেখানে একজন মানুষকে পড়ে থাকতে দেখেন। পরে নার্সারির মালিক আজাদকে সাথে নিয়ে কাছে গিয়ে দেখেন হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো এক যুবক পড়ে আছে। পুলিশে খবর দিলে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহম্মেদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দ্বীন মোহাম্মদ।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। অজ্ঞাত লাশ হওয়ায় শনাক্তের জন্য ডিএনএ ও আঙ্গুলের ছাপসহ প্রয়েজনীয় নমুনা সংগ্রহ করা প্রয়োজন। তাই সিআইডির ক্রাইম ইউনিটের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা এসে তাদের কার্যক্রম সমাপ্ত শেষ করবেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দেখুন:

আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল