২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আলোচনায় আবার কিশোর গ্যাং

আলোচনায় আবার কিশোর গ্যাং - ছবি : সংগৃহীত

সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যার পর আবারো আলোচনায় এসেছে কিশোর গ্যাং৷ এমন গ্যাং ঢাকাসহ সারাদেশে সক্রিয়৷ আইন-শৃঙ্খলা বাহিনীও এ নিয়ে উদ্বিগ্ন৷ উদ্বিগ্ন অভিভাকরা৷ নীলা হত্যার মূল আসামি মিজানুর রহমান ও তার দুই সহযোগীকে পুলিশ এরই মধ্যে আটক করেছে৷ মিজানুরের নেতৃত্বে ওই এলাকায় একটি কিশোর গ্যাং অপরাধ করে আসছিল দীর্ঘদিন ধরে৷ তারা মাদক ব্যবসায়ও যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে৷ এলাকায় দাপিয়ে বেড়াতো তারা৷ মোটর সাইকেলে মহড়া দিতো৷তাদের মূল গডফাদার স্থানীয় এক যুবলীগ নেতা৷ মূলত তার মাদক ব্যবসা এবং নানা অপরাধকর্মে সহযোগিতার জন্যই মিজানুর এই গ্যাংটি গড়ে তোলে৷

বরগুনার নয়ন বন্ড গ্রুপও একটি কিশোর গ্যাং৷ তারাও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল৷ তাদের আলাদা ফেসবুক গ্রুপও ছিল৷ সেই গ্রুপে আহ্বান জানিয়েই তারা রিফাতকে হত্যা করেছিল৷ তাদেরও গডফাদার বা পৃষ্ঠপোষকদের নাম প্রকাশিত হয়েছে৷ কিন্তু তারা কেউ আইনের আওতায় আসেননি৷

জানা গেছে, শুধু ঢাকায়ই বিভিন্ন এলাকায় ৪০টির মতো কিশোর গ্যাং রয়েছে৷ পুলিশ সূত্র জানায়, গত এক বছরে তারা ঢাকায় অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ এর মধ্যে উত্তরার কিশোর গ্যাং সবচেয়ে আলোচিত৷ সেখানে একাধিক গ্যাং রয়েছে৷ ২০১৭ সালের জানুয়ারি মাসে উত্তরায় ডিসকো এবং নাইন স্টার গ্রুপের দ্বন্দ্বে নিহত হয় কিশোর আদনান কবির৷ তার পরের মাসে তেজকুনি পাড়ায় দুই গ্রুপের দ্বন্দ্বে খুন হয় কিশোর আজিজুল হক৷ ঢাকার বাইরে থেকেও প্রায়ই কিশোর গ্যাং-এর দ্বন্দ্বে খুনখারাবির খবর পাওয়া যায়৷

এই গ্যাংগুলোতে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সব ধরনের পরিবারের সন্তানরাই রয়েছে৷ হিরোইজম, আধিপত্য বিস্তারের আকাঙ্খা থেকে গ্যাংগুলো গড়ে ওঠে এবং নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে৷ তাদের ফেসবুক গ্রুপ থাকে, আলাদা নাম, বিশেষ পোশাকও থাকে৷ মোটর সাইকেলে মহড়া দেয়৷ ব্যবহার করে আগ্নেয়ান্ত্র ও দেশীয় অস্ত্র৷ কোনো কোনো কিশোর যে পরিবার থেকেও প্রশ্রয় পায় সাভারের ঘটনায় তা স্পষ্ট৷

বিশ্লেষকরা মনে করেন, কিশোর গ্যাং গড়ে ওঠার নানা উপাদান এখন পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিদ্যমান৷দেশের সামাজিক অবস্থা, দুর্নীতি, অপরাধ, রাষ্ট্রীয় এবং পরিবারের মধ্যে যে অপরাধের বীজ রয়েছে কিশোররা তার বাইরে নয়৷

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম বলেন, ‘কিশোররা দেখে অপরাধীরা হিরো৷ তারা দেখে বড়রা নানা অপরাধ করে ক্ষমতাবান হচ্ছে৷ ফলে তারাও সেই পথে যায়৷ তারা গ্যাং গঠন করে৷ নিজেকে ক্ষমতাবান করতে চায়৷ হিরো হতে চায়৷ গড়ে তোলে কিশোর গ্যাং৷'

মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘এখানে পরিবার ও সমাজের সঙ্গে রাষ্ট্রেরও দায় আছে৷ রাষ্ট্র ও সমাজে ঘুস, দুর্নীতি থাকলে আপনি ভালো সমাজ আশা করতে পারেন না৷ যেখানে ন্যায় বিচার নেই, সেখানে আপনি কিশোরদের কাছে আলাদাভাবে কীভাবে মূল্যবোধ আশা করেন, ভালো আচরণ আশা করেন?'

তবে তারা মনে করেন, এসব ক্ষেত্রে পরিবারেরও একটি বড় ভূমিকা আছে৷ কিন্তু চারপাশের পরিবেশ ঠিক না থাকলে শুধু পারিবারিক মূল্যবোধ দিয়ে কাজ হয় না৷ পরিবার, সমাজ, রাষ্ট্র সবখানে মূল্যবোধ, সতততা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে৷

এই কিশোর গ্যাং-এর পিছনে গডফাদার আছে, অপরাধী চক্র আছে, তাদের সবার আগে আইনের আওতায় আনতে হবে৷

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ

সকল