২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিক্ষককে কান ধরে ওঠবস করালেন শিক্ষার্থীরা

শিক্ষককে কান ধরে ওঠবস করালেন শিক্ষার্থীরা - ছবি : সংগৃহীত

বরিশালে এক শিক্ষককে মারধর করে কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটেছে।

রোববার ফেসবুকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি এক মাস আগের বলে জানা গেছে।

লাঞ্ছিত হওয়া শিক্ষক মিজানুর রহমান সজল বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামের বাসিন্দা। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত নগরীর রুপাতলীর জম জম ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনাকালে তিনি পুনরায় জম জম ইনস্টিটিউটে অনলাইনে মেডিক্যাল ডিপ্লোমার কয়েকটি ক্লাস নেন।

মিজানুর রহমান বলেন, ‘জমজম ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থীর সাথে আমার বিরোধ দেখা দেয়। এর মধ্যে মোঃ ইমন ও তার স্ত্রী মনিরা ছিল। তারা ক্লাস ফাঁকি ও লেখাপড়ায় অমনোযোগী ছিল। তাদের লেখাপড়ায় মনোযোগ দিতে বলা হলেও কর্ণপাত না করে উল্টো পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে নানা সময়ে তাদের বহিরাগত বন্ধুদের দিয়ে চাপ দিয়ে আসছিল। গত ২৬ আগস্ট হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকায় ইমন ও তার ৬-৭ বন্ধু পথরোধ করে আমার মুঠোফোন ও মোটরসাকেলের চাবি নিয়ে যায়। সেখান থেকে আমাকে তারা জোর করে অক্সফোর্ড মিশন রোড এলাকায় নিয়ে যায়। পরে আমাকে গোরস্থান রোডে নিয়ে মারধর করে তারা। এক পর্যায়ে ইমন আমাকে কান ধরে ওঠবস করায়। এরপর তারা আমাকে কিছু কথা বলতে বাধ্য করে এবং সেগুলো মুঠোফোনে ধারণ করে।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাত্রীকে বেশি নম্বর পাইয়ে দেয়ার প্রলোভনে অনৈতিক প্রস্তাব না দেয়ার শপথ করে মিজানুর রহমানকে কান ধরে ওঠবস করানো হচ্ছে। ভিডিওতে কয়েকজনের কণ্ঠস্বর শোনা গেলেও কাউকে দেখা যায়নি। বোরকা পরিহিত একজনকে দেখা গেলেও তার মুখমণ্ডল দেখা যায়নি।

জমজম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক বলেন, ‘আমাদের সাবেক এ শিক্ষককে নগরীর কোনো একটি জায়গায় তুলে নিয়ে কয়েকজন ছাত্র নির্যাতন করেছে এবং কান ধরে উঠবস করিয়েছে। ঘটনাটি এক মাস পূর্বে ঘটলেও ৪-৫ দিন আগে ভিডিওটি আমি দেখেছি। শিক্ষক ও ছাত্রদের দ্বন্দ্বের সূত্রপাত ধরেই এ ঘটনা ঘটেছে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement