২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

অস্ত্র মামলায় সাহেদ'র বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

অস্ত্র মামলায় সাহেদ'র বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে - সংগৃহীত

অস্ত্র আইনে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে ৫ জনের সাক্ষ্য প্রদান করেন। এ ৫ জনকে আসামী পক্ষের আইনজীবীগন জেরা করেন। পরে আদালত বাকী সাক্ষীর জন্য ১৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন।

যারা সাক্ষী দিয়েছেন তারা হলেন, এডিসি বদরুজ্জামান, এসআই কবির হোসেন, জৈনক চান মিয়া ও নিজামুল।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে আসামি সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। গত ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। করোনায় নানা প্রতারণার অভিযোগ গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।


আরো সংবাদ



premium cement