পাকিস্তানি হয়েও বাংলাদেশের পারফরম্যান্সে গর্বিত মোশতাক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯
নিজের দেশের মাটিতে নিজ দেশই যখন প্রতিপক্ষ, তখন চ্যালেঞ্জটা একটু বেশিই। তবে সেই চ্যালেঞ্জ খুব ভালো করেই পাড়ি দিয়েছেন মোশতাক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের স্পিন কোচ ছিলেন এই কিংবদন্তি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে অর্জনের খাতা একেবারেই শূন্য ছিল বাংলাদেশের। এবারের আগে ১৩ টেস্ট খেলে হেরেছিল সবগুলো। তবে এবার ইতিহাস রচনা করে টাইগাররা। তাদের মাটিতেই ২-০ তে সিরিজ জিতে ধবলধোলাই দেয় পাকিস্তানকে৷
যা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের রেকর্ড। তাছাড়া প্রায় ১৫ বছর পর বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট উপহার দিয়েই নিশ্চিত করে সিরিজ। সিরিজ সেরা হন মেহেদী মিরাজ।
মেহেদী মিরাজ ব্যাট হাতে দুই ইনিংসে যেমন করেন ১৫৫ রান, বল হাতেও নেন সিরিজ সর্বোচ্চ ১০ উইকেট। বল হাতে সাকিব আল হাসানও পান ৫ উইকেট। এই দুই স্পিনারের ১৫ উইকেটের বিপরীতে পাকিস্তানের তিন স্পিনার মিলে নেন ৫ উইকেট।
বাংলাদেশের এমন স্পিন সাফল্যের পেছনের কারিগর মোশতাক আহমেদ। পাকিস্তানের এই কিংবদন্তি স্পিনার ছিলেন এই ঐতিহাসিক সিরিজ জয়ের অংশ। মাত্র এক সিরিজের জন্য বাংলাদেশ দলের সাথে যোগ হওয়া এই স্পিনার তাতেই খুশি। কিছুটা ভূমিকা রাখতে পেরে গর্বিত বোধ করছেন তিনি।
মোশতাক বলেন, ‘আমি এই দলটার অংশ হতে পেরে খুবই গর্বিত ও সম্মানিত। আমি যখন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে যোগ দিই, তখন ওদের বলেছিলাম, এই দলটা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে। ওদের কোচিং করিয়ে অন্য রকম একটা আনন্দ আছে। ওরা যেভাবে পাকিস্তানে খেলল, এককথায় অসাধারণ।’
মুশফিক-মিরাজদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত মোশতাক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকেই বাঘের মতো লড়াই করেছে। আমি বিশ্বাস করি, এটা একটা দলীয় চেষ্টার ফল। ওদের জন্য আমি খুবই আনন্দিত।’
বাংলাদেশের এই দল সামনে আরও ভালো করবে বিশ্বাস মোশতাকের, সেই বিশ্বাসের ভিত্তি যে আসলে ক্রিকেটারদের নিজেদের ওপর বিশ্বাস; তা মনে করিয়ে দেন তিনি। বলেন, ‘তাদের সব সময় বলতাম, বিশ্বাস করো যে তোমাদের ভালো করার সামর্থ্য আছে। ওই বিশ্বাসটাই পরিকল্পনা ও প্রতিভাকে পারফরম্যান্সে রূপ দেব। আমি বিশ্বাস করি, এই দলের মধ্যে সেই বিশ্বাসটা আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত এপ্রিলে দুই মাসের চুক্তিতে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন মোশতাক। এরপর পাকিস্তান সিরিজেও তাকে যোগ করে বিসিবি। তবে এবারের পথচলা এখানেই শেষ। আসন্ন ভারত সফরে পাওয়া যাচ্ছে না তাকে।
তবে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে কাজ করার ইচ্ছা আছে তার। সেটা হতে পারে মাস তিনেক পরই। বলেন, ‘আগামী তিন মাস আমার কিছু ব্যস্ততা আছে। মেয়ের বিয়ে সামনে। পাকিস্তানে তৃণমূল পর্যায়ে কোচিংয়ের কিছু কাজ আছে। এই চুক্তিটা আগেই কর।’
‘তবে আমার এজেন্ট বিসিবির সাথে কথা বলছে। আশা করছি, তিন মাস পর থেকে বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারব।’ - যোগ করেন মোশতাক।
বাংলাদেশে সম্ভাবনাময় স্পিন বিভাগ দেখছেন মোশতাক। বলেন, ‘আপনি খেয়াল করে দেখবেন, এই টেস্ট সিরিজে বেঞ্চে কে কে বসে ছিল। তাইজুল ও নাঈম। দুজনই কিন্তু ম্যাচ উইনার। চিন্তা করে দেখুন, স্পিন বোলিং বিভাগে কতটা ভালো প্রতিযোগিতা চলছে বাংলাদেশ দলে।’
‘সাদা বলে রিশাদ অনেক উন্নতি করছে। এক-দেড় বছরের মধ্যে লাল বলের ক্রিকেটেও উন্নতি করবে সে। তখন তাকেও বিবেচনায় আনা যাবে। তবে মিস্ট্রি স্পিনার খুঁজতে হবে। আমি ঢাকার একাডেমিতে ১০-১৫ জনকে দেখেছি। ওদের নিয়ে যদি কাজ করা যায়, তাহলে বেঞ্চের শক্তিও বাড়বে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা