১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা বিশ্বকাপ দলে রিশাদ

- ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বিশ্বকে যেন তাক লাগিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। অনবদ্য পারফরম্যান্সে কেড়েছেন আলো, ছড়িয়েছেন মুগ্ধতা। আছেন আসরে সর্বোচ্চ উইকেটে শিকারি তালিকায়। এবার স্বীকৃতি মিললো সেই পারফরম্যান্সের, ঠাঁই নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল দিয়ে ঘণ্টা কয়েক পরেই পর্দা নামবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। রাত সাড়ে ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনাল মঞ্চস্থ হওয়ার আগেই আসরের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়া থেকে মাত্র দুইজন সুযোগ পেয়েছেন। বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। একাদশের নেতৃত্ব দেয়া হয়েছে রশিদ খানকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা এই একাদশে দুই ওপেনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের রোহিত শর্মা। তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এরপর অনেকটা চমকে দিয়ে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারন জোনসকে।

অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস ও ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও আছেন এরপরে। তারপরই আছেন অধিনায়ক রশিদ খান। প্রথমবারের মতো দলকে কোনো আসরের সেমিফাইনালে তুলার পুরস্কার পেয়েছেন তিনি।

স্পিন আক্রমণে রশিদের সাথে আছেন বাংলাদেশের রিশাদ হোসেন। আসরে ৭ ম্যাচে ১৪ উইকেট নেন এই লেগ স্পিনার। যা কোনো বাংলাদেশী বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

পেস আক্রমণে ক্রিকেট অস্ট্রেলিয়া ভরসা রেখেছে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি আফগানদের ফজল হক ফারুকির ওপর। দ্বিতীয় পেসার হিসেবে অবধারিতভাবেই আছেন জসপ্রীত বুমরাহ। দলে তৃতীয় পেসার সাউথ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ : রশিদ খান (অধিনায়ক) ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান, অ্যারন জোনস, মার্কাস স্টইনিস, হার্দিক পান্ডিয়া, রিশাদ হোসেন, অ্যানরিখ নরকিয়া, জসপ্রীত বুমরাহ ও ফজল হক ফারুকি।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল