উইকেট ছাড়াই পাওয়ার প্লে শেষ করল বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২৪, ০৭:০২, আপডেট: ২৫ জুন ২০২৪, ০৭:৩৬
উইকেটবিহীন পাওয়ার প্লে শেষ করলো বাংলাদেশ। আফগানদের চাপে রাখলেও আসেনি উদযাপনের উপলক্ষ। সুযোগ অবশ্য পেয়েছিল, তবে তাওহীদ হৃদয় ক্যাচ ছেড়েছেন ইবরাহীম জাদরানের।
আফগানিস্তানের উদ্বোধনী জুটি এই আসরে ভয়ংকর। রাহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান; দু'জনেই আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায়৷ বলা যায় আফগানদের টানছেন এই দু'জনে মিলেই।
এই জুটিটা ভেঙে দেয়া খুব করে প্রয়োজন। ৪.৩ ওভারে সাকিব আল হাসানে সুযোগ তৈরী করলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে টসে জিতে আগে ব্যাট করেবিনা উইকেটে ২৭ রান তুলেছে আফগানরা। গুরবাজ ১২ ও ইবরাহীম ব্যাট করছেন ১০ রানে।
এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ সেমিফাইনাল নিশ্চিত করার জন্যে। আফগানদের অল্প রানে আটকে দিয়ে ১৩ ওভারে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া সম্ভব টাইগারদের। অন্যথায় কপাল খুলবে অস্ট্রেলিয়ার। আর আফগানিস্তান জিতে গেলে সরাসরি তারাই যাবে শেষ চারে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, এন খারুতি রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা