আবারো সাকিবকে দল ছাড়ার আহবান শেহবাগের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২৪, ০৭:৪৬
সাকিব আল হাসানের পিছু যেন ছাড়ছেন না বিরেন্দর শেহবাগ। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বেশ আচ্ছামতো ধরেছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার৷ আবারো সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন তিনি, জানালেন বিদায় নেয়ার আহবান।
ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শনিবার সুপার এইটের ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হারে বাংলাদেশ। যেখানে ভারতের দেয়া ১৯৬ রান তাড়ায় সাকিব পাঁচে নেমে করেন ৭ বলে মাত্র ১১ রান। সাকিবের এমন পারফর্মেন্সে বেশ চটেছেন শেহবাগ।
শেহবাগ অবশ্য সাকিবকে নিয়ে মুখ খুলেছিলে৷ আরো কয়েক দিন আগে, গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পরে। বাজে পারফরম্যান্সের জেরে রীতিমতো তুলোধুনো করেন সাকিবকে, প্রকাশ্যেই দাবি জানান অবসর নেয়ার।
সুপার এইটে ভারতের কাছে হারের পর আবারো ওই একই কথা বললেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের বিশ্লেষণী অনুষ্ঠানে সাকিবকে নিয়ে প্রশ্ন তুলে শেহবাগ বলেন, তরুণদের জন্য এখন সাকিবের জায়গা ছেড়ে দেয় উচিত।
যেখানে সাবেক ভারতীয় এই ব্যাটার বলেন, ‘আপনার সঙ্গে যখন একজন সেট ব্যাটসম্যান রয়েছে অপরপ্রান্তে তাকে সঙ্গ তো দিন। ম্যাচটা গড়ার চেষ্টা করুন। অথচ আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। কেন এমনটা করলেন তা আমার বোধে আসে না।’
শেহবাগ আরো বলেন, ‘আমি বুঝি না সাকিব অভিজ্ঞতার ব্যবহার কিভাবে করছেন, নাকি দল নিয়ে তার পরোয়া নেই? নাকি এমন ভাবছেন কি যে আমার একটা ছক্কা হয়েছে, তাই প্রতিটি শটই ছক্কা হবে! এ জন্যই আমি আগেরবার বলেছিলাম সাকিবের নতুন খেলোয়াড়দের জন্য এখন জায়গা ছেড়ে দেয়া উচিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা