সুপার এইট স্বপ্ন পূরণ হাথুরুর, জানালেন এখন থেকে সবকিছু বোনাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২৪, ১২:৫২
বিশ্বকাপ শুরুর আগে সমর্থকদের খুব বেশি প্রত্যাশা করতে নিষেধ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর আর কিইবা উচ্চাকাঙ্খা থাকতে পারে! তবুও বাংলাদেশ অনেকটা অবাক করেই উঠে এসেছে সুপার এইটে।
দেড়যুগ পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে টাইগাররা। সেইসাথে কাগজে-কলমে কাটাচ্ছে নিজেদের সেরা আসরটাও। এমন প্রাপ্তিতে বেশ খুশি হাথুরুসিংহে। তবে সেমিফাইনাল নিয়ে এখনি স্বপ্ন দেখছেন না তিনি। বরং বাড়তি পাওয়া হিসেবেই দেখছেন বিষয়টাকে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের এই প্রধান কোচ জানিয়ে গেলেন তার চাওয়া ও পাওয়ার কথা।
হাথুরু বলেন, ‘আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে করেছি। বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। আর নিজেদের পক্ষে কন্ডিশনকে কাজে লাগাতে পেরেছি।’
তবে এই পর্যায়ে এসে সেমিফাইনাল নিয়ে ভাবতে চান না হাথুরু। প্রতিটি ম্যাচকে আলাদাভাবে দেখছেন তিনি। জানালেন খেলতে চান চাপমুক্ত। তাতে ফল যা আসবে, তাকে বোনাস হিসেবে দেখছেন হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো, আমরা এখানে আসতে পেরে খুশি। আর এখান থেকে যা কিছু পাবো, আমাদের জন্য বোনাস। তাই আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব।’
তবে স্বাধীনতা বলতে ক্রিকেটারদের একদম ছেড়ে দিচ্ছেন না হাথুরু। তিনি বলেন, ‘খেলা উপভোগের সুযোগটি আমরা ক্রিকেটারদের থেকে ছিনিয়ে নিতে চাই না। তবে এর মানে এমন না যে, তাদের যা খুশি করার লাইসেন্স আছে। প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে দলের প্রতি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা