নেপালের জয়ের সম্ভাবনা দেখে নর্তন-কুর্দন, পড়ে গেলেন সুইমিং পুরে, ভিডিও ভাইরাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ১৫:২৩
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভেল গ্রাউন্ডে নেপাল বনাম বাংলাদেশের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ম্যাচ চলাকালীন এক মজার মুহূর্ত দেখা গেছে। নেপাল ক্রিকেটের একজন ভক্ত সেলিব্রেশন করতে করতে সুইমিং পুলের মধ্যে পড়ে গেছেন। যা দেখে সকলেই অবাক হয়ে যান। এই মুহূর্তের ভিডিওটি পরে আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
আসলে ক্রিকেট ভক্তেরা নিজেদের দলকে সমর্থন করতে নানাভাবে সেলিব্রেশন করতে থাকেন। কখনো জার্সি নেড়ে, আবার কখনো নেচে, আবার কখনো ড্রাম বাজিয়ে বা দেশের পতাকা হাতে নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায়। অনেকে আবার মুখে প্রিয় দেশ বা দলের পতাকার রঙ নিজেদের মুখ আঁকান এবং গ্যালারি থেকে দলকে সমর্থন করেন। এভাবেই নিজেদের দলকে উৎসাহ দিয়ে থাকেন সমর্থকেরা।
সেই রকমই এক ভক্তকে দেখা গেল সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নোস ভেল গ্রাউন্ডে। সেখানে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে আনন্দ উপভোগ করতে গিয়ে স্টেডিয়ামে বানান সুইমিং পুলে গিয়ে পড়ে যান সেই ভক্ত। আসলে নেপাল বনাম বাংলাদেশ ম্যাচে যখন শান্তরা ব্যাট করছিলেন, তখন একের পর এক উইকেট তুলে নিচ্ছিল নেপাল। সেই মুহূর্তে আনন্দে ফেটে পড়ে নেপালের ভক্তেরা। একটা সময়ে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল যখন বাংলাদেশের তৌহিদ হৃদয়কে ৯ রানে আউট করে তখন নেপাল ক্রিকেটের ভক্তরা গ্যালারিতে আনন্দ করতে থাকেন। কারণ তারা ওই সময়ে ভেবেছিলেন হয়তো এই ম্যাচে নেপাল জিতে যেতে পারে।
আইসিসি ইনস্টাগ্রামে এই উৎসাহী উদযাপনের ভাইরাল ভিডিয়োটি শেয়ার করেছে, যেখানে ক্রিকেটে ভক্তদের সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে। এই সময় দেখা যায় এক ভক্ত নেপালের পতাকা হাতে সেলিব্রেশন করতে করতে সুইমিং পুলে পড়ে যান। এরপরেও ওই দেশের পতাকা দেখাতে থাকেন। যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা অনেকেই বেশ অবাক হয়ে যায়। এরপরে সেই ভক্ত যখন সুইমিং পুল থেকে উঠে বসেন তখন তাকে ক্যামেরায় ধরা হয়। ওই সময় ভিজে অবস্থাতেই আবার আনন্দ করতে থাকেন সেই ভক্ত। এই ভিডিও মুহূর্তে বাইরাল হয়ে যায়।
ম্যাচের কথা বললে এই ম্য়াচ নেপাল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্য়াট করতে নেমে ১৯.৩ ওভারে ১০৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে নেপাল তোলে মাত্র ৮৫ রান। ২১ রানে এই ম্যাচ হেরে যায় নেপাল। এদিনের ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পাকা করে বাংলাদেশ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা