অবিশ্বাস্য জয়, বাংলাদেশ সুপার এইটে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০৮:৫৭, আপডেট: ১৭ জুন ২০২৪, ১০:২২
টি২০ বিশ্বকাপে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ১০৬ রান করেও নেপালকে হারিয়ে দিয়েছে টাইগাররা। আজ বিশ্বকাপের ম্যাচে নেপালকে মাত্র ৮৫ রানে অল আউট করে ২১ রানে জয় ছিনিয়ে নিয়েছে। আর এর মাধ্যমে তারা সুপার এইট নিশ্চিত করেছে।
স্বল্প রানেও জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর ছিল বাংলাদেশ। প্রথমেই তানজিম আঘাত হানেন। নতুন বলে তার আগুনে গোলায় তছনছ হয়ে গিয়েছিল নেপালি লাইনআপ। কল্পনা করা যায়, টি২০ ম্যাচে ২১টি ডট বল! আর মাত্র ৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট বাগিয়ে নেয়া!
আর এটাই অন্য বোলারদের উজ্জীবিত করেছে। তানজিমের পর মোস্তাফিজ আসেন। তাদের পর আসেন সাকিব আর রিশাদ। সঙ্কটজনক পর্যায়গুলোতে তারা উইকেট নিয়ে দলকে এই জয়ে সহায়তা করেন। শেষ দুটি উইকেট তো সাকিবই নিয়েছেন। আর মোস্তাফিজ নিয়েছেন তিনটি।
শেষ দুই ওভারে নাটকীয়তা চরম পর্যায়ে উপনীত হয়েছিল। নেপালের প্রয়োজন ছিল ১২ বলে ২২ রান। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। মেডেনসহ শিকার করে উইকেট। শেষ ওভারে নেপালের দুই ব্যাটারকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটার ব্যর্থতা ঢেকে যায় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এক আসরে ৩ ম্যাচ জয় পেল টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রান করে বাংলাদেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা