সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ হলো পাকিস্তানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০০:৫৪, আপডেট: ১৭ জুন ২০২৪, ০৯:১৯
লজ্জার হাত থেকে দলকে বাঁচালেন বাবর আজম। আয়ারল্যান্ডের সাথে প্রায় হারতে বসা ম্যাচ একাই বের করে আনলেন পাকিস্তান অধিনায়ক। আইরিশদের ৩ উইকেটে হারিয়েছে তার দল। যদিও তাতে সান্ত্বনা নিয়ে ঘরে ফেরা ছাড়া আর কোনো লাভ হচ্ছে না পাকিস্তানের।
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। কিছু না হারানোর এই ম্যাচে স্বান্তনার জয় তোলে নিয়েছে বাবর আজমের দল। রোববার ফ্লোরিডায় আইরিশদের ১০৬ রানে আটকে দিয়ে ১.১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
যদিও ১০৬ ছয় রানের ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমেই চোখে সর্ষেফুল দেখছিল পাকিস্তান। ১১ ওভারে মাত্র ৬২ রান তোলতেই হারায় ৬ উইকেট। বাবর ছাড়া স্বীকৃত ব্যাটারদের আর কেউ ছিলেন না তখন।
রিজওয়ান আর সাইম আইয়ুব উদ্বোধনী জুটিতে আসে ২৩ রান। ১৭ রান করে আউট হন সাইম আইয়ুব। সমান ১৭ রানে পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন রিজওয়ানও। পাকিস্তানের সংগ্রহ তখন ৫.৫ ওভারে ২ উইকেটে ৩৯।
দলের সংগ্রহ পঞ্চাশ পেরোতেই ফেরেন ফখর জামান, ৯ বলে ৫ করে ধরেন সাজঘরের পথ। তবে পাকিস্তান আসল ধাক্কা খায় দশম ওভারে। তিন বলের মাঝে জোড়া উইকেট তোলে আইরিশদের ম্যাচে ফেরান ব্যারি ম্যাকার্থি। উসমান খান ২ ও শাদাব খান ফেরেন কোনো রান না করেই।
১১তম ওভারের শেষ বলে ইমাদ ওয়াসিমকে (৪) ক্যাম্ফার ফেরাতেই যেন হারের শঙ্কা চেপে বসে পাকিস্তানকে। সেখান থেকে আব্বাস আফ্রিদিকে নিয়ে ৪০ বলে ৩৩ রানের জুটি গড়েন বাবর। জয় থেকে ১২ রান দূরে থাকতে আব্বাস ১৭ রানে আউট হলেও অপরাজি থেকে দলকে জিতিয়ে আনেন বাবর।
বাবর ৩৪ বলে ৩২ ও শাহিন আফ্রিদি ১৩ রানে অপরাজিত থাকেন। ১৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে পাকিস্তান। তবে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় এই জয় পাকিস্তানের কোনো কাজে আসছে না আর।
এর আগে শাহিন আফ্রিদি আর ইমাদ ওয়াসিমের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে মাত্র ১০৬ রান তোলতে পারে আয়ারল্যান্ড। শাহিন আফ্রিদি ও ইমাদ নেন সমান তিনটি করে উইকেট। দুটো উইকেট নেন আমির।
রানের খাতা খোলার আগেই অ্যান্ডি বালবার্নির উইকেট হারায় আইরিশরা। ওভারের তৃতীয় বলে বালোবার্নিকে বোল্ড করেম শাহিন আফ্রিদি। এক বল পর তার শিকার লারকান টাকার (২)।
সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই পরের ওভারে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে (১) রানে ফেরান মোহাম্মদ আমির। আর তৃতীয় ওভারে ফিরে হ্যারি ট্যাক্টরকেও খালি হাতে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাহিন। মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকে আয়ারল্যান্ড।
তবুও থামেনি পাকিস্তানের আগ্রাসন। ষষ্ঠ ওভারে আবাতর আঘাত হানেন আমির। ১১ রান করা জর্জ ডকরেলকে আউট করেন তিনি। পরের ওভারে কার্টিস ক্যামফারকে ৭ রানে ফেরান হারিস রউফ। মাত্র ৩২ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড।
এরপর গ্যারেথ ডেলানি ও মার্ক আডায়ারের ৩৫ রানের জুটিতে কিছুটা হালে পানি পায় আইরিশরা। আউট হওয়ার আগে মাত্র ১৯ বলে ৩১ রান করেন ডেলানি। ১৯ বলে ১৫ রান করে ফেরেন আডায়ারও। তবে শেষ দিকে জশ লিটলের ১৮ বলে ২২ রানে তিন অংকের ঘরে পৌঁছায় আইরিশরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা